সম্পূর্ণ কিডনীর খোঁজ নেবার জন্য ১৬ টি প্যারামিটার চেক করতে পারছেন এই প্যাকেজ এ।
প্যাকেজটির সাথে পেয়ে যাচ্ছেন একজন সার্টিফাইড জেনারেল ফিজিশিয়ান এর কনসাল্টেশন। টেস্ট রিপোর্ট রিভিউ সহ প্রেস্ক্রিপশন এর জন্য ১০ মিনিটের একটি অনলাইন সেশন পাচ্ছেন সম্পূর্ণ ফ্রী।
এই প্যাকেজ এর জন্য প্রয়োজনীয় বায়োলজিক্যাল স্যাম্পল সার্টিফাইড ফ্ল্যাবোটমিস্ট দ্বারা আপনার বাসা অথবা অফিস থেকেই ফ্রী কালেক্ট করা হবে। সময় এবং জ্যাম ঠেলে আর ল্যাব এ আসার প্রয়োজন নেই।
২ টি প্যারামিটার এর মাধ্যমে রক্তে খারাপ কোলেস্টেরল এর মাত্রা পরিমাপ করে, যা হৃদরোগের ঝুঁকি বোঝাতে সাহায্য করে।
লিভার ঠিকমতো কাজ করছে কি না ও কোনো প্রদাহ বা ক্ষতি হচ্ছে কি না তা বোঝায়।
কিডনি ঠিকভাবে বর্জ্য ফিল্টার করতে পারছে কিনা তা যাচাই করতে সাহায্য করে।
হরমোন ভারসাম্য ও থাইরয়েডের অতিরিক্ত বা কম কার্যকারিতা চিহ্নিত করে।
রক্তে শর্করার উপস্থিতি নির্ধারণ করে।
রক্তের বিভিন্ন উপাদান যেমন হিমোগ্লোবিন, RBC, WBC বিশ্লেষণ করে অ্যানিমিয়া বা ইনফেকশন নির্ণয় করা যায়।
ইউরিনে সংক্রমণ, প্রোটিন, শর্করা বা অস্বাভাবিকতা শনাক্ত করে কিডনি বা ইউরিনারি সমস্যার ইঙ্গিত দেয়।
হ্যাঁ। আমাদের সার্টিফাইড, অভিজ্ঞ ও প্রশিক্ষিত ফ্লেবোটমিস্ট সম্পূর্ণ স্যানিটাইজড কিট ব্যবহার করে স্যাম্পল কালেকশন করে থাকেন, যা সম্পূর্ণ নিরাপদ।
আমাদের প্রিভেন্টিভ হেলথ প্যাকেজগুলোর জন্য ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় হোম স্যাম্পল কালেকশন সম্পূর্ণ ফ্রী। হেলথ প্যাকেজ ব্যতীত অন্য সকল টেস্ট এর জন্য কালেকশন ফি প্রযোজ্য।
আমরা সকল প্যাথোলজিক্যাল টেস্ট আন্তর্জাতিক মানদণ্ডে স্বিকৃত ল্যাবরেটরি থেকে করে থাকি। CAP (College of American Pathologist), ISO, BAB, NABL, BABH স্বীকৃত ল্যাবরেটরি থেকেই টেস্ট গুলো করা হবে।
সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইমেইল বা WhatsApp-এ রিপোর্ট পৌঁছে যাবে। টেস্ট এর ধরণ এবং প্রসেসিং ল্যাব এর উপর ভিত্তি করে সময় আরো বেশী প্রয়োজন হতে পারে।
হ্যাঁ,আমাদের সকল প্রিভেন্টিভ হেলথ প্যাকেজ এর রিপোর্টের উপর ভিত্তি করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাবেন।
Dr Lal PathLabs Bangladesh Private Limited.
Overnight fasting is preferred. Hemolysed specimens are not acceptable.
48 Hours after providing Sample
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.